আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওপারে ভালো থাকবেন কবি ঃ রীতা আক্তার, বাংলাদেশ

    আরশি কথা

    আরশিকথা বাংলাদেশ ডেস্কঃ


    কীর্তিমানের মৃত্যু নেই। আপনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।  বেঁচে থাকবেন কবিতার পঙতিমালায়। 

    আমাদের শুদ্ধতার কবি, মাননীয় প্রধানমন্ত্রীর সহপাঠী আজ ১৮ জুন মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

    একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা গত ২১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। 
    শুদ্ধতার কবি অসীম সাহা এর জন্ম ২০ ফেব্রুয়ারি, ১৯৪৯ সাল। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কবি ও ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
    পুরস্কার ও সম্মাননা
    সম্পাদনা

    আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৩)
    ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতি ফোরাম সম্মাননা (২০০৯)
    সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ কবিসম্মাননা (২০১০)
    কবিতাবাংলা কবিসম্মাননা (২০১০)
    বিন্দুবিসর্গ কবিসম্মাননা (২০১১)
    শৃন্বন্তু কবিসম্মাননা (কোলকাতা) (২০১১)
    দিকচিহ্ন কবিসম্মাননা (২০১১)
    কেন্দ্রীয় খেলাঘর আসর কবিসম্মাননা (২০১১)
    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১১)
    শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (২০১২)
    কবিতালাপ পুরস্কার (২০১২)
    ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯)

    প্রণাম কবিবর


    রীতা আক্তার, বাংলাদেশ
    ১৮ই জুন ২০২৪

     

    3/related/default