অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে আজ বরগুনা জেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে শহরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মিদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।
ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বিদেশ সংবাদ
১০ই আগস্ট ২০২৪