Type Here to Get Search Results !

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অর্শিয়ার স্বর্ণপদক লাভঃ আরশিকথা সংবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অর্শিয়া স্বর্ণপদক লাভ করে। শ্রীলঙ্কাতে আয়োজিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব  ১৪ ব্লিটজ বিভাগে স্বর্ণপদক অর্জন করলো দেশের তথা রাজ্যের গর্ব এই আন্তর্জাতিক দাবাডু ।

প্রসঙ্গত গত কিছুদিন আগেও শ্রীলংকার অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছিল আর্শিয়া। তার এই কৃতিত্বে গর্বিত ক্রীড়া মহল। পাশাপাশি গর্বিত আরশি কথা এবং এ কে বি টিভি। প্রসঙ্গত গত ১৫ আগস্ট একটি বিশেষ অনুষ্ঠানে এ কে বি টি ভি এবং আরশি কথার তরফে এই কৃতি দাবাডুকে সম্মাননা প্রদান করা হয়েছিল। সেখানে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে তার সফলতাও কামনা করেন এ কে বি টি ভি’র যুগ্ম পরিচালক তথা আরশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের সম্পাদক শান্তনু শর্মা ভট্টাচার্য এবং বালাজি গ্রুপের অন্যতম পরিচালক রজত পাল সহ বিভিন্ন বিশিষ্ট জনরা। শ্রীলংকায় তার এই সফলতায় সকলের সাথে স্বভাবতই গর্বিত আমরাও। রাজ্যের এই আন্তর্জাতিক  খুদে দাবাডু আরশিয়ার আরও এগিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করেছেন এ কে বি টি ভি’র যুগ্ম পরিচালক তথা আরশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের সম্পাদক শান্তনু শর্মা ভট্টাচার্য।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৯শে আগস্ট ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.