দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে হবে। এ ছাড়া আজ থেকে প্রতি ওয়াক্ত আযানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় আজ জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়। আজ রাতে বঙ্গভবনে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।
সতর্ক বার্তায়, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল কর্তৃক প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করবো। নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো।’
এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে ৩ জন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বিদেশ সংবাদ
৮ই আগস্ট ২০২৪