Type Here to Get Search Results !

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তালিকা ঃ বাংলাদেশ সংবাদ

বাংলাদেশ ডেস্কঃ


নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাঁরা শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্রে উপদেষ্টাদের সম্ভাব্য তালিকা জানা গেছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস

সম্ভাব্য উপদেষ্টাদের তালিকা:
১. সালেহউদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ. ফ. ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুক-ই-আজম

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করা হচ্ছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এই কাজগুলো করছে।

তবে এখনো যমুনা ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা বিদেশ সংবাদ

৮ই আগস্ট ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.