আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহাকে টিএসজিসি'র তরফে সংবর্ধনাঃ আরশিকথা আগরতলা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ



    সম্প্রতি কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব পদে নিযুক্ত হয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী তথা শ্যাম সুন্দর কোং'এর কর্ণধার রূপক সাহা। শুক্রবার দুপুরে আগরতলায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পক্ষ থেকে রূপক সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। টিএসজিসি এর তরফে উপস্থিত ছিলেন সচিব অনির্বাণ দেব এবং সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ।

    টিএসজিসি'র তরফে সংবর্ধনা পেয়ে আপ্লুত রূপক সাহা।



    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ২রা আগস্ট ২০২৪
     

    3/related/default