Type Here to Get Search Results !

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ষষ্ঠ শো রুমের সূচনা হতে যাচ্ছে ধর্মনগরে ঃ আরশিকথা ত্রিপুরা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


রাজধানীর স্বনামধন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ধর্মনগরে এবার শো রুমের সূচনা করতে চলছে l এটি হবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ষষ্ঠ শো রুম। আগামী ২৩শে সেপ্টেম্বর সকাল ১০ টায় নয়া শো রুমের সূচনা হবে। এই উদ্যোগের প্রথম পদক্ষেপে উপস্থিত ছিলেন কৈলাশহর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী গিরিজানন্দ-জি মহারাজ ও ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন।

উদ্বোধনের  দিন তথা ২৩শে সেপ্টেম্বর থেকে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত উদ্বোধনী অফার থাকবে গ্রাহকদের জন্য। ধর্মনগরে নতুন শোরুম করার জন্য বিশ্ববন্ধু সেন আনন্দ প্রকাশ করেন এবং তাদের উৎকর্ষ সাধনে সংগঠনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। একই ভাবে স্বামী গিরিজানন্দ জি  মহারাজ নতুন প্রয়াসকে আশীর্বাদ করেছেন। এই নতুন সূচনাটি ধর্মনগরের গ্রাহক-বন্ধুদের জনপ্রিয় চাহিদার জন্য উৎসর্গী কৃত বলে জানিয়েছেন শ্যাম সুন্দর কো জুয়েলার্স এর পরিচালক রূপক সাহা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


২০শে সেপ্টেম্বর ২০২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.