নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ
পূর্বে মানুষের মৌলিক চাহিদা সুযোগ সুবিধা ইত্যাদির দিকে নজর দেওয়া হয়নি। মোদী সরকার কেন্দ্রে আসার পর থেকে মানুষের মৌলিক সমস্যার দিকে নজর দিয়ে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। শুক্রবার উদয়পুরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধিন ১২টি শহরে জল সরবরাহ উন্নতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রীর হাত ধরে শুক্রবার উদয়পুরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীন ১২টি শহরে জল সরবরাহ উন্নতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে আর্থিক ভাবে সাহায্য করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক । প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার কাজ করছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হলেই এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। মোদী সরকার কেন্দ্রে আসার পর থেকে মানুষের মৌলিক সমস্যার দিকে নজর দিয়ে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় সহ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন প্রমুখ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২০ সেপ্টেম্বর ২০২৪