নিজস্ব প্রতিনিধিঃ
নতুন বছর তথা ২০২৫ সাল। ২০২৫ সাল থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনসুমারি। তা চলবে ২০২৬ সাল পর্যন্ত। এমনটাই কেন্দ্রীয় সূত্রে খবর রয়েছে। এরফলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আসন বিন্যাসও এই জনসুমারির উপর ভিত্তি করেই হতে চলেছে। প্রতি ১০ বছর অন্তর অন্তর কেন্দ্রের তরফে জনগণনা বা জনসুমারি করা হয়। প্রসঙ্গত, ২০১১ সালে দেশে শেষবার জনসুমারি করা হয়েছিল। এরপর ২০২১ সালে জনসুমারি হওয়ার কথা থাকলেও, কোভিড সংক্রমণ ও লকডাউনের কারণে তা স্থগিত রেখেছিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ ৪ বছরের টালবাহানার পর অবশেষে দেশে হতে চলেছে জনসুমারি।কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই জনসুমারি শুরু হবে। ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে তা শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। এই জনসুমারির উপরে ভিত্তি করেই আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আসন বিন্যাস করা হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।
AKB TV NEWS
29.10.2024