নিজস্ব প্রতিনিধিঃ
সোমবারের পর মঙ্গলবারও বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অধীন ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত রামনগর তিন নম্বরে সদস্যপদ অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মাণিক সাহা, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী নিজ হাতে এই এলাকার লোকজনদেরকে দলের সদস্যপদ গ্রহন করান। মুখ্যমন্ত্রী বলেন, এখন দ্বিতীয় পর্যায়ে দলের সদস্যতা অভিযান চলছে। এই সদস্যতা অভিযানের জন্যই আমাদের এখানে আসা হয়েছে। দেশকে শক্তিশালী করতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প নেই। রাজনীতিতে বিভিন্ন দল থাকবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা যে সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান দেওয়া। এই যে চিন্তাধারা , তা আর কোন দলের নেই বলে জানান মুখ্যমন্ত্রী।
AKB TV NEWS
29.10.2024