আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টিআরবিটি’র মাধ্যমে ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক পদে শিক্ষক নিয়োগ করা হবে: মন্ত্রী সুশান্ত চৌধুরী।।AkB Tv News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে টিআরবিটি’র মাধ্যমে ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক পদে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। এর মধ্যে অস্নাতক ১০৯৯ জন এবং ৪৬৭ জন স্নাতক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সংবাদ জানিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুলে ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি, কারা দপ্তরে ১৫১জনকে নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া, টিপিএসসির মাধ্যমে ১৯৮ জন জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বলে জানা গেছে।


    Akb tv News 

    29.11.2024 



    3/related/default