নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার থেকে খোয়াইয়ের নতুন টাউন হলে শুরু হল ৪ দিনব্যাপী জেলাভিত্তিক বিদ্যাফেস্ট। ডিস্ট্রিক্ট লেভেল বিদ্যাফেস্ট অর্গানাইজিং কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।জেলা ভিত্তিক বিদ্যা ফেস্টের উদ্বোধন করে মন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির পরম্পরা সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে হবে। ছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে। দেশের ও মানুষের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীরা যাতে কিছু শিখতে পারে এর জন্য তাদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদান করার মধ্য দিয়ে শিক্ষার মানকে আরও বিকশিত করে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চাঁন্দনী চন্দ্রন ও খোয়াই মহকুমার মহকুমা শাসক চারু ভার্মা সহ অন্যান্যরা l
Akb tv News
29.11.2024