আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সবাইকে সঙ্গে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে,নমো যুব যাত্রার সমাপন সমাবেশে মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার নমো যুব যাত্রার সমাপন সমাবেশের আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, যুব মোর্চ্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব ও যুব মোর্চ্চার রাজ্য সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন রাজধানীতে আয়োজিত নমো যুব যাত্রায় অংশ নেন। তিনি শত শত যুবকদের সঙ্গে সম্মিলিত ভাবে নমো যুব যাত্রায় বাইক চালান। এদিন যুব যাত্রায় যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নমো যুব যাত্রার সমাপন সমাবেশে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ২০১৮ সালের আগে রাজ্যকে যারা ইমব্যালেন্স ভাবে চালাচ্ছিল, ২০১৮ সালে আমাদের সরকার আসার পর তা সম্পূর্ণ ভাবে ব্যালেন্সে এসে গেছে। কারন এই ব্যালেন্স করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, না ডান দিক, না বা দিক। সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। নমো যুব যাত্রা নামক একটি অভিনব উদ্যোগ নেওয়ার জন্য ও তা সফল করার জন্য যুব মোর্চ্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 


     

    AKB TV News  

    28.11.2024