নিজস্ব প্রতিনিধিঃ
আবারো পিছিয়ে গেল কলকাতার আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির অনুপস্থিতির জেরে মঙ্গলবারের পরিবর্তে বুধবার এই মামলা শুনবে শীর্ষ আদালতে। বুধবার সকালে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রসঙ্গত, এই মামলায় শেষ শুনানিতে সিভিক নিয়োগ, কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই মত মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দেয় পশ্চিমবঙ্গ সরকার। যেখানে বলা হয়, রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে সিভিক পুলিশের সংখ্যা ৪ হাজার ৫২২ জন। একইভাবে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোতায়েন রয়েছে ৩৩৯ জন সিভিক। এদিকে, শুনানির একদিন আগেই ফের মুখ খুলেছে আরজি কর মামলায় প্রধান অভিযুক্ত। বিস্ফোরক মন্তব্য করেছেন ধৃত সিভিক ভলান্টিয়ার। তিনি সাফ বলেছেন, ‘সরকার আমাকে ফাঁসাচ্ছে। দফতর তাঁকে চুপ থাকতে বলেছিল।’ এদিকে রাজ্যে সিভিক নিয়োগ, কর্মপদ্ধতি নিয়ে আগের শুনানিতে একগুচ্ছ প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যকে হলফনামাও দিতে বলা হয়েছিল। অবশেষে প্রতীক্ষা শেষে মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু প্রধান বিচারপতির অনুপস্থিতির জেরে এদিন মামলার শুনানি হয় নি। বুধবার হবে সেই মামলার শুনানি।
AKB TV News
5.11.2024