নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর
সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। এদিন সাক্ষাতকালিন
সময়ে একে অপরকে উপহার বিনিময়ের মাধ্যমে স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতির সঙ্গে
তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দু'দিনের
সফরে তেলেঙ্গানায় গেছেন রাষ্ট্রপতি
দ্রৌপদী মূর্মূ। শুক্রবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে সেই
রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা।
AKB TV News
22.11.2024