নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
তোখন সাহু'র উপস্থিতিতে খোয়াই জেলায় জেলা
ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক
মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখন সাহু এদিন সকালে খোয়াই জেলা
কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত
ছিলেন খোয়াই জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক সজু ভাহিদ এ, অতিরিক্ত জেলা শাসক
অভিজিৎ চক্রবর্তী ও সুমিত কুমার পান্ডে এবং জেলার দুই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট
সহ খোয়াই জেলার সমস্ত দপ্তরের আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গুলোর বাস্তবায়ন কতটা হয়েছে তার খোঁজ খবর নেন
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্ত্রী বলেন, যেসমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত
হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এই
জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যে সকল সুবিধাভোগীরা রয়েছেন তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা
হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনসাধারণের উপর নজর দিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে
বলে তিনি জানান।
AKB TV News
22.11.2024