নিজস্ব প্রতিনিধিঃ
প্রতি বছরের মত এবছরও রাজন্য আমল থেকে চলে আসা রাজধানীর ঐতিয্যবাহী দুর্গাবাড়িতে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়। কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে লোকজনেরা একে একে করে জড়ো হয় দুর্গাবাড়িতে। এদিন দুর্গা বাড়ির প্রধান পুরোহিত জানান, আজ কাত্যায়নী মায়ের প্রথম দিনের পুজো চলছে। মূলত ১লা অগ্রহায়ন থেকে এই পুজা শুরু হয়। তা চলে তেসরা অগ্রহায়ন পর্যন্ত। তিন দিন মায়ের পূজা হবে। পরীক্ষিত মহারাজ কাত্যায়নী ঋষির আদেশে এই পুজোটা করেছিলেন দাপট যুগে। সেই থেকেই এই পুজো চলে আসছে বলে জানান তিনি।
AKB TV News
17.11.2024