নিজস্ব প্রতিনিধিঃ
সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে
সাব্রুম বাজারে ৮ নং জাতীয় সড়কের দু'পাশে দোকানের সামনে অস্থায়ী ঘরগুলি ভেঙ্গে দেওয়ায়
ক্ষুব্দ ব্যবসায়ীরা। বুধবার গভীর রাতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চলে। এব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ, সাব্রুম মহকুমা
শাসক কোন রকম লিখিত নোটিশ না দিয়ে দোকানের সামনে অস্থায়ী ঘরগুলি ভেঙে দিয়েছেন।
জানা যায় সাব্রুম বাজারে ৮ নং জাতীয় সড়কের দু'পাশে যেসমস্ত
দোকানঘর গুলি আছে সেগুলিতে ব্যবসায়ীদের সুবিধার জন্য দোকানের সামনে অস্থায়ী ঘর
নির্মান করে। তাতে বাজারের সৌন্দর্য এবং জাতীয় সড়কে যানজট সৃস্টি হয় বলে জানানো হয় মহকুমা শাসকের পক্ষ
থেকে। প্রসঙ্গত, ৫-৭ দিন আগে সাব্রুম মহকুমা শাসকের তরফে জাতীয় সড়কের দু'পাশে অস্থায়ী ঘরগুলি ভেঙ্গে নেওয়া
বা সরিয়ে নেওয়ার জন্য সাব্রুম মহকুমা শাসকের পক্ষ থেকে মাইক যোগে প্রচার
করা হয়। অনেকগুলি দোকান তাদের অস্থায়ী ঘর সরিয়ে নেয়। যারা সরায়নি তাদের ঘরগুলি
শুক্রবার রাতে ভেঙ্গে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে।
AKB TV News
16.11.2024