আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 


    প্রধানমন্ত্রীর বিদেশ সফর জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে এবার জি-২০ শীর্ষ  সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই তিনি যাবেন নাইজিরিয়া ও গায়ানাতেও। আগামী ১৮-১৯ নভেম্বর ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে আফ্রিকার দেশ নাইজিরিয়ায় যাওয়ার কথা তাঁর। এদিকে সম্মেলন শেষে  দেশে ফেরার আগে দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন নরেন্দ্র মোদি। জানা গেছে, নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন নরেন্দ্র মোদি। ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বৈঠক করবেন নাইজিরীয় প্রেসিডেন্টের সঙ্গে। আর এর  পরই ১৮ ও ১৯ নভেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি। ব্রাজিলের রিও ডি  জেনেইরোয় আয়োজিত হবে ওই সম্মেলন। সম্মেলনের পাশাপাশি বহু রাষ্ট্রনেতার সঙ্গেই দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে তিনি পাড়ি দেবেন গায়ানা। 



    AKB TV News

    13.11.2024 

    3/related/default