নিজস্ব প্রতিনিধি:
গভীর রাতে খোয়াই নদীস্থিত চাকমাঘাটের বাঁধের নির্মীয়মাণ সিঁড়ি থেকে পরে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম নেপাল দেবনাথ, বয়স ৪৮ বছর। ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। মৃত ব্যক্তি অধিকাংশ সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকতেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার রাতেও নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা, হয়তো অতিরিক্ত নেশাগ্রস্থ অবস্থায় থাকায় সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ। আর তাতেই মৃত্যু হয় তার। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নেপাল দেবনাথের দেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। শনিবার দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Akb tv News
30.11.2024