বিদ্যুৎ নিগমের কর্মীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন দফতরের মন্ত্রী।।AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধি:   
  

বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য সুখবর। শনিবার ৫ শতাংশ মহার্ঘ ভাতার কথা ঘোষণা দিয়েছেন  রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ১লা নভেম্বর থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে এদিন  সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জানান, পৃথক পৃথক পি এস ইউ হলেও সম্ভবত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমই প্রথম যারা রাজ্য সরকারের ন্যায় তাদের সব ধরনের কর্মচারিদের জন্য এই ৫ শতাংশ ডি এ ঘোষণা করেছে। এদিন তিনি নিগমের কাজকর্মের খতিয়ানও তুলে ধরে জানান আগরতলায় বিশেষ ভাবে আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপনের বিষয়টি নিয়েও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে রাজ্যবাসিকে এ বিষয়ে অবগত করেন।



Akb tv News 

30.11.2024 


3/related/default