নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে বিরামহীন অশান্তিকর পরিস্থিতির কারণে বর্তমানে রাজ্যে অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া জারি রয়েছে। ফের ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ছয় জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। এবিষয়ে শুক্রবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে জিরানিয়া রেল স্টেশন দিয়ে ৬ জন বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই খবরের ভিত্তিতে জিআরপি, বিএসএফ এবং আরপিএফ অভিযান চালিয়ে মহিলা সহ ৬ জন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশী জেরাই তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিলেন বলে ওসি জানান। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে এদেরকে আদালতে হাজির করা হয়।
AKB TV News
8.11.2024