আগামী রবিবার ঝাড়খণ্ড রাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার রাঁচিতে গিয়েছে এসপিজি বাহিনী। জানা গেছে, রবিবার রাঁচিতে রোড-শো করবেন প্রধানমন্ত্রী। ঝাড়খণ্ডের ওটিসি গ্রাউন্ড থেকে রতু রোড চক পর্যন্ত নরেন্দ্র মোদীর রোড-শো হবে। এদিকে রাঁচি পুলিশও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো–এর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই রোড-শো'তে নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না হয় তা নিশ্চিত করতে ঝাড়খণ্ড পুলিশের সদর দফতর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাঁচির ডিআইজি, এসএসপি, সিটি ডিএসপি-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন বলে খবর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখন নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যকে।
AKB TV News
8.11.2024