Type Here to Get Search Results !

নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা কমনওয়েলথ অব ডমিনিকার।। AKB TV News



 নিজস্ব প্রতিনিধিঃ 


এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য নরেন্দ্র মোদীকে এই স্বীকৃতি দিতে আগ্রহী ডমিনিকা। আগামী বছরের ১৯ থেকে ২১   ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়া-CARICOM সম্মেলন। গুয়ানার জর্জটাউনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই নরেন্দ্র মোদীর হাতে এই সম্মান তুলে দিতে চান ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। ডমিনিকা প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ডমিনিকাকে সাহায্য করেছেন, সেই সঙ্গে ভারতের সঙ্গে  ডমিনিকার সম্পর্কও মজবুত হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতের তরফে। এই বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, আইটি সহ সব ক্ষেত্রে ভারত যেভাবে ভরসা জোগাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই সম্মান। 



AKB TV News

14.11.2024 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.