নিজস্ব প্রতিনিধিঃ
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন। আরো একবার হোয়াইট হাউসের বাসিন্দা হবেন এই বর্ষীয়ান রিপাবলিকান নেতা। নির্বাচনে জেতার পরই মনের মত করে নানা দপ্তর ঢেলে সাজাচ্ছেন ট্রাম্প। এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড। এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলের। এবার ট্রাম্প ২.০ সরকারে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন তুলসী। হাইভোল্টেজ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিততেই বিভিন্ন প্রশাসনিক পদের দাবিদার নিয়ে নানা জল্পনা চলছিল। ট্রাম্পের পছন্দের তালিকায় নাম ছিল তুলসীরও। বুধবার বিবৃতি দিয়ে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে এই প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, “এক সময় তুলসী গাবার্ড ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। এখন তিনি রিপাবলিকান। অর্থাৎ দু'দলের সমর্থন পেয়েছেন তুলসী। আমি জানি ওঁর ভয়ডরহীন মানসিকতা ও দীর্ঘ অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা দপ্তরকে সমৃদ্ধ করবে। সাংবিধানিক অধিকারকে রক্ষা করার পাশাপাশি শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
AKB TV News
14.11.2024