Type Here to Get Search Results !

কৃতি নারীদের দুর্গা শক্তি সম্মাননা প্রদান ।। আরশিকথা ।। ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি, আরশিকথা, আগরতলাঃ


নারীরা বিশ্বের অর্ধেক আকাশ। যে জাতি নারীদের সম্মান করতে জানে না সেই জাতি বা সভ্যতা কখনোই এগিয়ে যেতে পারে না। আত্মপ্রকাশের শুরুর দিনেই গত ১৩ নভেম্বর সন্ধ্যায় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে  রাজ্যের ছয় জন কৃতি নারীকে দুর্গা শক্তি সম্মাননা প্রদান করলো বিপ্লব কর  সাংস্কৃতিক মঞ্চ।

পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ ছয় জন কৃতি নারীকে দুর্গা শক্তি সম্মাননা প্রদান করেন। স্ব স্ব ক্ষেত্রে সফল এমন রাজ্যের ছয় জন কৃতি নারীরা হলেন বিশিষ্ট অভিনেত্রী গোপা সাহা সেন,বিশিষ্ট বাচিক শিল্পী শাওলী রায়,মনো বিকাশ সংস্থানের কর্ণধার অমিতা বণিক,বিশিষ্ট রন্ধন শিল্পী বাবলী নাগ মৈত্র এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সমাজসেবী  অমৃতা সিনহা , বিশিষ্ট সঙ্গীত শিল্পী গীতশ্রী ভৌমিক।
পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ  ছয় জন কৃতি নারীকে উত্তরীয়,স্মারক ও পুষ্প স্তবক দিয়ে দুর্গা শক্তি সম্মাননা প্রদান করেন। বিপ্লব কর সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক শিবানী গোস্বামী বলেন,সমাজে নারীদের এবং শিশুদের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগমনের জন্য এই বিপ্লব কর সাংস্কৃতিক মঞ্চ এর যাত্রা শুরু হয়েছে। সমাজসেবার পাশাপাশি প্রতি মাসেই থাকবে শিশু ও নারীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। এরই মধ্যে সুবিধা বঞ্চিত  ৪৬১ জন  স্কুল পড়ুয়াদের কোনো বিনিময় মূল্য ছাড়াই প্রাইভেট কোচিং এর ব্যবস্থা করেছে এই মঞ্চ। আগামীদিনে আরও ব্যাপক কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত  প্রধান অতিথি পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে ভারতীয় কৃষ্টি   ,সংস্কৃতির প্রতি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে মায়েদের বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শান্তি কালী আশ্রমের সম্পাদক গয়ামনি জমাতিয়া, বিশিষ্ট অধ্যাপক ডা. সুখেন চন্দ্র দাস,এস সি আর টির অধিকর্তা দেবাশীষ রায়,বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিপুরা শাখার সভাপতি অমিত ভৌমিক,সঙ্গীত নৃত্য সোসাইটি এর সভাপতি প্রসেনজিৎ দেবনাথ, সহ সভাপতি তপতী সাহা রায় ,যার নামাঙ্কিত এই মঞ্চ,বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কর প্রমুখ উপস্থিত ছিলেন। শান্তি কালী আশ্রমের উন্নয়নে বিপ্লব কর আশ্রমের পূজার জন্য শাড়ি এবং পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজের হাতে আর্থিক অনুদান তুলে দেন। অনুষ্ঠানে মনো বিকাশ কেন্দ্রের বিশেষ  শিশুদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা সমবেত সঙ্গীত ও নৃত্যে অংশ নেয়।অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজয়িনীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৫ই নভেম্বর ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.