নিজস্ব প্রতিনিধিঃ
মহারাজা বীর বিক্রম বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগ উত্তর-পূর্ব ভারতের ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতির দার্শনিক ভিত্তিক বিষয়ক দুই দিনের জাতীয় সেমিনারের আয়োজন করে। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম্ ইউনিভার্সিটির একাডেমিক হলে এই সেমিনারের সূচনা হয়। আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ রাজিব ভট্টাচার্য, মহারাজা বীর বিক্রম্ ইউনিভার্সিটির অধ্যাপক সত্যদেও পোদ্দার, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির রেজিস্টার সুমন্ত চক্রবর্তী ও অধ্যাপক-অধাপিকা সহ ছাত্র-ছাত্রীরা। এদিন গাছে জল ডেলে সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করেন সংসদ রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে সাংসদ উত্তর-পূর্ব ভারতের ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতির উপর আলোচনা করেন।
AKB TV News
14.11.2024