নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান সময়ে সমগ্র দেশ বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। সোমবার একথা জোর গলায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমাদের যুব সমাজের সামনে অনেক বড় লক্ষ্য রয়েছে। সমগ্র দেশ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, আর এই লক্ষ্য হল বিকশিত ভারতের। সোমবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের ভাদতালে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দ্বি-শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্যও রাখেন তিনি। প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেন, “ভগবান শ্রী স্বামীনারায়ণের কৃপায়, ভাদতাল ধামে দ্বিশতবর্ষ উদযাপনের দুর্দান্ত অনুষ্ঠান চলছে। দেশ-বিদেশের হরি ভক্তরা সেখানে এসেছেন। শ্রী স্বামীনারায়ণের পরম্পরা ছিল, সেবা ছাড়া তাঁর কোনও কাজ নেই, এখন মানুষ উৎসাহের সঙ্গে সেবার কাজে সহযোগিতা করছেন। “আমরা সর্বদা বলি, ‘বিকশিত ভারত’-এর প্রথম শর্ত হল সেটি ‘আত্মনির্ভর ভারত’ করা। বাইরের কেউ এই কাজ করতে এগিয়ে আসবে না, আমাদের নিজেদেরই করতে হবে। ১৪০ কোটি দেশবাসীকে করতে হবে।
AKB TV News
11.11.2024