নিজস্ব প্রতিনিধিঃ
করোনার সার্টিফিকেট ব্যবহার করে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা হাতে নাতে পড়লেন এক পরীক্ষার্থী। রবিবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স এর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করেন। এরপর পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটর যারা ছিলেন তাদের চোখে ধরা পড়লে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। এবিষয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিএনএস ও পাবলিক এক্সামিনেশন আইনের ১০ ধারা অনুযায়ী বিশ্বজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়।
AKB TV News
11.11.2024