Type Here to Get Search Results !

৩৭০ ইস্যুতে জম্মু ও কাশ্মীর বিধানসভায় উত্তেজনাকর পরিস্থিতি।। AKB TV News

 



নিজস্ব প্রতিনিধিঃ 


৩৭০ ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় জম্মু ও কাশ্মীর বিধানসভায়। অতি সম্প্রতি নবগঠিত বিধানসভায় বৃহস্পতিবার হাতাহাতি হয় শাসক ও বিরোধী শিবিরের বিধায়কদের মধ্যে। বাধ্য হয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে হয় নিরাপত্তা রক্ষীদের। ঘটনার পর এদিন অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। এদিন কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে হাজির হন বারামুলার সাংসদ তথা আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ। ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওই ব্যানারে প্রবল আপত্তি জানান। কিন্তু খুরশিদ আহমেদ ব্যানার সরাতে রাজি নন। শেষমেশ দুই শিবিরের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। বিবাদ গড়ায় শেষমেশ হাতাহাতিতে। এরপর ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তিহাদ পার্টির বিধায়করা। রীতিমত মারামারি শুরু হয়ে যায়। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। বাধ্য হয়ে এদিন  অধিবেশন মুলতুবি করে দিতে হয়।



AKB TV News

7.11.2024 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.