আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিষ্ঠা দিবসে উত্তরাখণ্ডের বাসিন্দাদের শুভেচ্ছা রাষ্ট্রপতির ।। AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ

     

    শনিবার ছিল একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে তথা “প্রতিষ্ঠা দিবসে দেবভূমি ও বীর ভূমি উত্তরাখণ্ডের সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা! অনেক পবিত্র তীর্থস্থানে আশীর্বাদিত এই রাজ্যের আধ্যাত্মিক ও প্রাকৃতিক ঐশ্বর্য তুলনাহীন”। এদিন এক্সবার্তায় এমনই মন্তব্য করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডের মাটির অনেক ছেলে, যারা বীর উৎপন্ন করে, ভারত মাতার রক্ষার জন্য সর্বস্ব উৎসর্গ করেছে। রাজ্যে আধুনিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। আমি উত্তরাখণ্ডের সর্বাত্মক উন্নতি এবং এর সমস্ত বাসিন্দাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”প্রসঙ্গত, ২০০০ সালের ৯ই নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্যের হিমালয় ও তৎ সংলগ্ন জেলাগুলি নিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের ২৭তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি করা হয়েছিল। আজ সেই উত্তরাখণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস বলে তিনি উল্লেখ করেন। 

      


    AKB TV News

    9.11.2024 


    3/related/default