নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত মৎস্য অধিকর্তা অফিসে রাজ্যভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মত্স দপ্তরের সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে মন্ত্রী বলেন, ত্রিপুরায় মৎস চাষের মাধ্যমে বেকারদের কমসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য রাজ্য সরকারের। মূলত এই বৈঠকে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কাজ গুলি চলছে তা কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। এদিন মন্ত্রী বলেন, সম্প্রতি ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় মৎস চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের ক্ষতিপূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে ১৩৫০ কোটি টাকা। রাজ্য সরকার আপাতত মাত্র ১০ কোটি টাকা সহযোগিতা করেছে বলে মন্ত্রী জানান।
AKB TV News
8.11.2024