আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 


    বুধবার ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষের ১৮টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হয়। তারই অঙ্গ হিসাবে এদিন আগরতলা রেল স্টেশনেও প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।   রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্যের হাত ধরে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেট এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে সাংসদ রাজিব ভট্টাচার্যের সাথে ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং রেলওয়ে লামডিং ডিভিশন এর ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, ভারতবর্ষের ১৮টি রেল স্টেশনে জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন সূচনা করেন প্রধানমন্ত্রী। এরমধ্যে আমাদের রাজ্যের আগরতলা রেল স্টেশনেও একটি জন ঔষধি কেন্দ্রের সূচনা হয়েছে। এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এই কেন্দ্রটি চালু হওয়ায় আম জনতার অনেকটা সুবিধা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 




    AKB TV News

    13.11.2024 

    3/related/default