নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রের নয়া ভাবনা। যা আগের থেকে সম্পূর্ণ
আলাদা। এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে ডায়নামিক কিউআর কোড। সোমবার এমনটাই ঘোষণা
করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে নয়া ঘোষণায় বিভ্রান্তির মাঝেই মঙ্গলবার কেন্দ্রীয়
অর্থ মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়। যেখানে বলা হয়েছে, বর্তমানে যাদের
কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনও প্রয়োজন নেই। শুধু তাই নয়, দরকার পড়বে না প্যান কার্ড নম্বর বদলেরও। এদিকে, কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের
আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে।
পাশাপাশি লেনদেনের গতি আরও বাড়বে। বর্তমান সময়ে সবচেয়ে বড় বিষয় হল ডিজিয়াল জালিয়াতি। সেই দিক থেকেও কিউআর কোড যুক্ত
নতুন প্যান কার্ড অতিরিক্ত সুরক্ষা দেবে। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা
আরও উন্নত হবে।
AKB TV News
28.11.2024