আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টিবায়োটিক ‘নাফিথ্রোমাইসিন’ এর আত্মপ্রকাশ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ভারতে কখনও কোনও অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি। এখন পর্যন্ত যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে বা হয় তা সবক’টিই বিদেশি ওষুধ সংস্থা কিংবা ল্যাবের আবিষ্কার। এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টিবায়োটিক ‘নাফিথ্রোমাইসিন’ আত্মপ্রকাশ করল। যাকে দেশীয় জৈবপ্রযুক্তি গবেষণার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক বলে চিহ্নিত করছে দেশের স্বাস্থ্য মহল। কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং অতি সম্প্রতি এই খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন এক সাংবাদিক বৈঠকে। নাফিথ্রোমাইসিন তৈরি করেছে ওখার্ড ফার্মাসিউটিক্যালস। তবে এখনই ওষুধটি উৎপাদন ও বাজারজাত করার উপায় নেই। কারণ সেটি এখনও কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। এবিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাফিথ্রোমাইসিন ওষুধটি ম্যাক্রোলাইডস গোত্রের অ্যান্টিবায়োটিক। এই গোত্রের পরিচিত অ্যান্টিবায়োটিক হল এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, অ্যাজ়িথ্রোমাইসিন ও ক্ল্যারিথ্রোমাইসিন। এই চারটি ওষুধের ক্ষেত্রে যে সব ব্যাকটেরিয়া ইতিমধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছে, নাফিথ্রোমাইসিন সেই অ্যান্টিবায়োটিক রেজি়স্ট্যান্স ভেঙে কাজ করবে শ্বাসনালী, ফুসফুস এবং অন্য সংক্রমণে। বিশেষ করে ওষুধ–প্রতিরোধী কিছু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় নাফিথ্রোমাইসিন ভাল কাজ করবে বলে মনে করা হচ্ছে।



    AKB TV News 

    28.11.2024

    3/related/default