আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আদিবাসীদের উন্নয়ন কল্পে কেন্দ্র ও রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবেঃ রাষ্ট্রপতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    দেশের আদিবাসীদের কাছে পৌঁছচ্ছে না কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা। এনিয়ে আক্ষেপ করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবিষয়ে তিনি বলেন, আদিবাসীদের  কাছে সরকারি প্রকল্পের সুবিধা না পৌঁছনোর প্রধান কারণ হল তাঁদের নিজস্ব জমি না  থাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার মত বেশ কিছু সরকারি প্রকল্প রয়েছে, যা সরাসরি  জমি থাকা বা না থাকার উপর নির্ভর করে। ন্যূনতম জমি না থাকলে এই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যায় না। এক্ষেত্রে প্রধান সমস্যা হল, প্রান্তিক ও খুব পিছিয়ে পড়া    আদিবাসী সমাজের একটা বড় অংশ এখনও জঙ্গল ও পাহাড়ী এলাকায় বসবাস করেন।  এদের নিজের নামে নথিভুক্ত জমি নেই। যে কারণে এই প্রকল্পগুলি আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়া যায় না। সেটাই আক্ষেপ রাষ্ট্রপতির। এই আদিবাসীদের নিজস্ব জমি নথিভুক্ত করার জন্য রাজ্য সরকারগুলিকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। 



    Akb tv News 

    30.11.2024


    3/related/default