নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সীমান্ত শহর সাব্রুমে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। প্রসঙ্গত,গত ২৫শে নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।পরদিন তথা ২৬শে নভেম্বর চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এ নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন হিন্দু সংগঠনগুলিও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা সহ হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সাব্রুম শহরে হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই প্রতিবাদ মিছিল থেকে বাংলাদেশের সংগঠিত সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা সহ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানান উপস্থিত নেতৃত্বরা।
Akb tv News
29.11.2024