আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV ।। Tripura News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ


    মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে বর্ষীয়ান এই নেতা। নির্বাচনে ৫৩৮ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দু'কক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। এখন হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের এই ঐতিহাসিক জয়ে  শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই এক প্রকার শুভেচ্ছার বন্যায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল সামনে আসতেই বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দেন তিনি। তিনি বলেন, “এই জয় ঐতিহাসিক। এরজন্য ধন্যবাদ জানান  আমেরিকাবাসীকে। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।” আর এই অঙ্গীকার যাতে সফল হয় সেই কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা। আমি আগামিদিনে তাঁর সাফল্য কামনা করি। আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্কে পুনর্জীবিত করার জন্য। এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত-আমেরিকাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। 



     AKB TV News

    6.11.2024

    3/related/default