নিজস্ব প্রতিনিধিঃ
শহরের যানজট মুক্ত রাখতে বুধবার রাজধানীর ব্যস্ততম বটতলা এলাকায় অভিযান চালান ট্রাফিক এসপি মানিক দাস। এদিন অভিযানে ছিলেন এস ডি পি ও সদর, ডি এস পি ট্রাফিক ও বটতলা পুলিশ ফাঁড়ির পুলিশ সহ ট্রাফিক পুলিশ কর্মীরা। অভিযান কালিন সময়ে ট্রাফিক এসপি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই এলাকায় গাড়ির যে এভারেজ স্পীড তা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে আছে। সেটা কিভাবে আরও ইমপ্রুভ করা যায় তা চেষ্টা করা হবে। তাহলেই সেখানে যানজট কিছুটা হলেও কমবে বলে তিনি জানান। অভিযান কালে আমরা কিছু জিনিস চিন্হিত করেছি বলে তিনি আরও জানান। এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানা গেছে।
AKB TV News
6.11.2024