আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জঙ্গলে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ ।। আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আরশিকথাঃ


    মনুবাজার থানার বাগমারা ভিলেজের চৌধুরী পাড়ায় এক মহিলা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন।তিনি এলাকার তপন জয় ত্রিপুরার স্ত্রী সুধারং ত্রিপুরা।গতকাল তার মৃতদেহ উদ্ধার হয় জঙ্গলে।

    গতকাল গভীর রাতে মনু থানার অন্তর্গত বাগমারা এলাকার জঙ্গল থেকে উদ্ধার এক গৃহবধুর মৃতদেহ। জানা যায় বাগমারা এডিসি ভিলেজ এর চৌধুরী পাড়ার ওই গৃহবধ সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য জঙ্গলে যায় কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার পর তার মৃতদেহ গভীর জঙ্গলে দেখতে পায়।

    পরবর্তী সময়ে রাতেই মন বাজার থানায় খবর দিলে মনুবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। মৃত গৃহবধূর নাম সুধারং ত্রিপুরা,  স্বামী  তপন জয় ত্রিপুরা । বয়স ১৮ ।  গৃহবধূর বাড়ি কোয়াইফাং গ্রামে। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে তারপর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে । ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেনসিক টিম।
    তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে জানা যায় পুলিশ একটি মামলা  নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    তথ্য ও ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৮ই নভেম্বর ২০২৪

    3/related/default