নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জিলা পরিষদের জেনারেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ড. বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী ও পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলা শাসক বলেন, রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথমবার পরিষদের জেনারেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত বৈঠকে সাতটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচিত করা হবে। ওই কমিটি আগামী ৫ বছরের জন্য তৈরী করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন করবেন। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
AKB TV News
18.11.2024