নিজস্ব প্রতিনিধিঃ
আবারো গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে দুই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৯৮ কেজি ৫৫ গ্রাম শুকনো গাঁজা। একটি ঠেলা দিয়ে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, যার মধ্যে ২৪ টি কার্টুনে মোট ২৮২ পেকেটে গাঁজা গুলি রাখাছিল। এগুলি তারা দেওগর এক্সপ্রেসে করে বিহারে নিয়ে যেতে চেয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ ৭৬ হাজার টাকা হবে বলে জানা গেছে। ধৃতরা হল-বিট্টু কুমার, ২৭ বছর, বাড়ি বিহারের বেগুশারায় জেলায় এবং আনকুল কুমার, বয়স ২৩ বছর, বাড়ি বিহারের লাকইশারায় জেলায়। জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে। রবিবার এদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।
AKB TV News
17.11.2024