আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ভরা ফোন, আতঙ্ক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বিমান, স্কুল ও হাসপাতালের পর এবার রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ভরা ফোন। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। এরফলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাইয়ে। যদিও কিছুক্ষণ পরই পুলিশ জানাল, ওটা ভুয়ো হুমকি। কোনও সত্যতা নেই। রবিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখার কাস্টমার কেয়ারে একটি হুমকি ফোন আসে। অজ্ঞাত পরিচয় এক যুবক নিজেকে লস্কর-ই-তইবার সিইও বলে পরিচয় দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে আরবিআইয়ের যে দপ্তর আছে, সেখানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্ক শাখায় হাই অ্যালার্ট জারি করে। যদিও কিছুক্ষণ পরই মুম্বই পুলিশ জানিয়ে দেয়, এটা ভুয়ো ফোন। সম্প্রতি বিমান বন্দর, বিমান, স্কুলগুলিতে ভুয়ো হুমকি ফোনের যে ট্রেন্ড শুরু হয়েছে, এটাও সেই ট্রেন্ডের অংশ। মুম্বই পুলিশ ভুয়ো ফোন কাণ্ডের তদন্তে মামলা দায়ের করছে। তবে সকালে কে ফোন করেছিল, এখনও সেটা জানা যায় নি। 


    AKB TV News 

    17.11.2024 

    3/related/default