নিজস্ব প্রতিনিধিঃ
এক যুবকের অভিযোগের ভিত্তিতে ”দুজন কুখ্যাত মোবাইল চোরকে প্রতাপগড় থেকে আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে দশটি মোবাইল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে একথা জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী। তিনি জানান, শ্রীকৃষ্ণ মজুমদার নামে এক যুবক থানায় অভিযোগ করে যে, মহারাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক বাইকে করে এসে তার মোবাইলটি চুরি করে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর পুলিশ সুদীপ দাস ও সুব্রত দাস নামে দুই মোবাইল চোরকে আটক করে থানায় নিয়ে আসে বলে ওসি জানান। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে রবিবার আদালতে হাজির করা হয়।
AKB TV News
10.11.2024