আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমবাসায় মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে জেলা স্তরে রিভিও মিটিং অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 


    মঙ্গলবার ধলাই জেলার আমবাসায় জেলা স্তরে রিভিও মিটিং অনুষ্ঠিত হয়। আমবাসার জেলা শাসক কনফারেন্স হলে এই রিভিও মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর জেলা ভিত্তিক রিভিও মিটিং করা হচ্ছে। রিভিও মিটিংয়ে আমার অধীনে যে তিনটি দফতর রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ দফতর ও তপশিলি জাতি কল্যান দফতরের যে সমস্ত প্রোজেক্ট স্কিম গত অর্থ বছরে বা চলতি অর্থ বছরে আমরা নিয়েছি, সেটা কতটা বাস্তবায়িত হয়েছে ধলাই জেলায়, তা নিয়ে আলোচনা করা হবে বলে মন্ত্রী জানান।  



    AKB TV News

    12.11.2024 



    3/related/default