আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ট্রাফিক দফতরের অভিযান ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ


    রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আগরতলা পুর নিগম ও ট্রাফিক দপ্তর কড়া পদক্ষেপ গ্রহন করেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী ও মহারাজগঞ্জ বাজার এলাকার রাস্তায় অভিযান সংগঠিত করে ট্রাফিক দফতর। অভিযান কালে ট্রাফিক দফতরের এক আধিকারিক জানান, আমাদের ট্রাফিক দফতরের একটাই উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখা। জনগণ যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তারজন্যই ট্রাফিক দফতর আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার চেষ্টা করছে বলে তিনি জানান। এধরনের অভিযান আগামিদিনও জারি থাকবে বলে তিনি আরও জানান। 



    AKB TV News

    12.11.2024 


    3/related/default