আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্যান কার্ডে থাকবে কিউআর কোড, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ  


     এবার থেকে প্যান কার্ডে থাকবে কিউআর কোড। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর   নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। এতদিন যে প্যান কার্ড ব্যবহার করছেন  জন সাধারণ, সেই প্যান কার্ডের কী হবে এখন। কেন্দ্রের নয়া এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে। তবে চিন্তার কিছু নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবিষয়ে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এখন যাদের প্যান কার্ড রয়েছে, তারা বিনামূল্যে আপগ্রেডেশন করাতে পারবেন সেই প্যান কার্ডের। ফলে তা নিয়ে আর চিন্তার কিছু নেই। তিনি জানান, এখন ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে দেশে। তার মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ডই ব্যক্তিগত। এদিকে, কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকলে নানা ভাবে সুবিধা হবে আয়করদাতারা। এর নাম দেওয়া হয়েছে প্যান ২.০ প্রকল্প। এই প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। এবিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি  লেনদেনের গতি আরও বাড়বে। এদিকে, প্যান ২.০ প্রকল্প নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ ও উন্নত পরিষেবা  পাবেন।”সরকারের এই সিদ্ধান্তে সকলেই উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন। 



    AKB TV News 

    26.11.2024


    3/related/default