নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাতে আমতলি বাইপাস এলাকায় চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। ছয়-সাত জনের একটি দুষ্কৃতিকারী দল গাড়িতে করে এসে লোহার রড, হেলমেট ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর প্রাণঘাতি হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন চিত্র সাংবাদিক সুজিত আচার্য। তিনি টাইমস ২৪ চ্যানেলে কর্মরত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে সোমবার আমতলী থানার সামনে রাস্তায় ধর্ণায় বসেন সাংবাদিকরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। তিনি জানান, গতকাল রাতে সুজিত আচার্যকে প্রানে মারার চেষ্টা করা হয়েছে। লোহার রড দিয়ে তাকে বেপরোয়া ভাবে মারা হয়েছে। সাত আটজনের একটি দল ছিল। আমার মনে হয় ওরা সংখ্যায় আরও ছিল, তারা পালিয়ে গেছে। আমাদের একটাই দাবি যে এস পি'কে ঘটনাস্থলে আসতে হবে। এর আগেও রাজ্যে এমন ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এদিকে, ঘটনার পরদিন সোমবার ছয়জন দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয়েছে জনগণ। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের সাংবাদিক মহল।
AKB TV News
25.11.2024