Type Here to Get Search Results !

অত্যাধুনিক বর্ডার গার্ডিং ফোর্স আবাসনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

 এক অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার আগরতলা ও পেট্রাপোল স্থলবন্দরে অত্যাধুনিক বর্ডার গার্ডিং ফোর্স আবাসনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ফলে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর কল্যাণ ও পরিচালন ক্ষমতার ক্ষেত্রে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত হবে। ভারতের বৃহত্তম স্থল বন্দর পেট্রাপোল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দরটি দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশকে সহজতর করে, যা উভয় দেশের সমৃদ্ধিতে অবদান রাখে। পেট্রাপোলের নতুন সীমান্ত নিরাপত্তা কর্মীদের আবাসন এই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে সীমান্ত নিরাপত্তার দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়ানোর জন্য প্রস্তুত।একই ভাবে, ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত আগরতলা স্থল বন্দর দুদেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের জন্য একটি অপরিহার্য মাধ্যম। নতুন আবাসন সহ বন্দরের উন্নত সুবিধাগুলি দুদেশের বাণিজ্যকে বাড়িয়ে তোলার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাকে সহজতর ও স্থানীয় অর্থনীতিতে অগ্রগতি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।




Akb tv News 

20,12,2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.