আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হট্টগোলের মধ্য দিয়ে সম্পন্ন হল সংসদের শীতকালীন অধিবেশন ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ২০ ডিসেম্বর শুক্রবার ছিল সংসদের শীতকালীন অধিবেশনের শেষদিন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘আম্বেদকর ফ্যাশন’ মন্তব্যে সকাল থেকে সরগরম ছিল রাজধানী। এদিন সকালেই দিল্লিতে বিক্ষোভ দেখানো শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সংসদ চত্বরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল, ‘আই অ্যাম আম্বেদকর’ লেখা ব্যানার। এদিকে, পালটা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও। এই সরগরম পরিস্থিতির মধ্যেই অধিবেশন শুরুর পরই বাধ্য হয়ে তা মূলতুবি করে দিতে হয়। চলতি অধিবেশনের শেষ কাজ হিসাবে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। চমকপ্রদ ভাবে এক দেশ-এক ভোটের যৌথ সংসদীয় কমিটির সদস্য সংখ্যাও বাড়িয়েছে সরকার। প্রথমে ঘোষণা করা হয়েছিল, ওই জেপিসিতে মোট ৩১ জন সদস্য থাকবেন। কিন্তু পরে ছোট রাজনৈতিক দলগুলিও ওই কমিটিতে প্রতিনিধিত্ব দাবি করে। এরফলে জেপিসির সদস্য  সংখ্যা বাড়িয়ে ৩৯। এর মধ্যে ২৭ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ। ওই যৌথ সংসদীয় কমিটিকে ৯০ দিনের মধ্যে এই বিল নিয়ে বিশদে আলোচনার করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে। জানা গেছে, সংসদের পরবর্তী অধিবেশনে এই বিল নিয়ে আলোচনা হতে পারে।






    AKB TV News

    20.12.2024 

    3/related/default